নতুন হাওয়ায় দুলছে দেহ,দেখছে আলো আঁখি জরাজীর্ণতা ত্যাগিয়া এসেছে,নতুন বৈশাখী।


অজ্ঞতা ছেড়ে,দৃষ্টতা ঝেড়ে অপসংস্কৃতি তুলে,
আগাছা মেরে,বিটপী হেরে,শূন্যতা যাব ভুলে।


রক্তের বদলে রক্ত নয় হিংস্রতা দিয়ে বলি!
শক্তের কাছে ছড়াবো সুবাস,ফুটায়ে হাজারো কলি।


বাঙালি যাবে বাঙালির ঘরে,গেয়ে আগমনী গান,
মনের আঁধার রং তুলির তরে,হয়ে যাবে অবসান।


অতীত-দ্বন্দ্ব,ক্রোধ-গালমন্দ পতিত হবে দূরে
অসীম আনন্দ, সুবোধ আর ছন্দ কাঙ্খিত হবে ঘরে।


কালো আর সাদা,ছোট-বড় ভেদ রবেনা কারো মাঝে;
এক রঙে রঙিন হতে চেয়ে মন,সাজবে নতুন করে সাজে।


বণিকেরা ছুড়ে পুরনো হিসাব চুকাতে ঋণদাতা,
মিষ্টিমুখ করে,খিলি পান পুরে,খুলিবে হালখাতা।


শিশু-কিশোর আর বৃদ্ধরা কেহ বঞ্চিত হবে না আজি; শত্রুকে আজ বন্ধু বানাবো,রাখবো প্রাণের বাজি।


মায়া মমতার প্রেমের বাঁধনে সংসার হবে পূর্ণ;
বঞ্চিত হবে না সুখ-সুখ খেলায় রবেনা কেহ শূন্য।


নতুন দিনের নতুন আমেজ,প্রেম-রসে সিক্ত করে,
জাত-পাত ভুলে নতুন স্বপ্ন,দেখব নতুন করে।


এসো সবে মিলে,প্রাণ খুলে দিব,চির কল্যাণের ডাক,
ছেলেখেলা নয়,দেহ প্রাণে মাখি,পহেলা বৈশাখ।