পাথরসম কঠিন ধরায়,
মনটা ভীষণ কোমল;
মিথ্যে প্রেমের কালনাগিনীর
সয় কেমনে  ছোবল?


ভুল মানুষের অন্ধ মোহে-
প্রেমকে দিয়ে বলি;
কূল -সমাজের মাঝে দিলি
নিজকে জলাঞ্জলি।


অরণ্যে এই রোদন কেন
করিস বারে বারে?
চোখের জলের দাম যদি কেউ
নাইবা দিতে পারে।


হয়তো বা সে উঠবে হেসে,
দেখে অশ্রু বান
নতুন সুখের ভেলায় ভেসে
করবে সুখের স্নান।


যার অন্তরে তোকে নিয়ে
নাই রে কোন মায়া;
মানুষ রূপে সে যেন এক
শয়তানেরই কায়া।