যা দেখছো সব সত্যি তো নয়,
কিছু হয় তার লুকোচুরি;
কখনো তা মিথ্যে বা ভ্রম,
কিছু স্বপ্নের উড়াউড়ি।


এপাড় থেকে নদীর ঐপাড়
মনে হবে ঘন হরিৎ;
দূরের কাশবন ঘন ভেবে
উঠবে জ্বলে মনের তড়িৎ।


দূরের কাশবন ঘন ভেবে
ভুলতো হচ্ছে অহরহ
আকাশ নামে গায়ের ধারে,
এ কথা নয় অর্থবহ।


আলেয়ার ওই আলো দেখে
কেউবা পথে চলতে গেলে ;
স্বপ্নগুলো জ্বলে পুড়ে
ছাই গুলোকে যাবে ফেলে।


গ্রীষ্মকালে তপ্ত রোদে,
পিচঢালা ওই রাস্তা মাঝে,
জলের মতো ভাবতে গিয়ে
মরতে হবে অজ্ঞ লাজে।


ভূল প্রেমেতে কল্পনাতে
হয়তো দেখবে সুখের আকাশ,
ভুল ভাঙিয়ে বৈশাখী ঝড়
আনবে ডেকে দস্যু বাতাস।


মানুষ এখন রঙটা বোঝে
খোঁজে না আর খাটি হৃদয়,
রঙের উপর জলের প্রলেপ,
করবে হঠাৎ তোর বোধদয় ।


যেদিন যাবে দিন ফুরায়ে
জ্বলবে না তোর কৃত্রিম বাতি,
লাভ কি সেদিন কপাল ভেঙে;
লাভ কি হয়ে আত্মঘাতী?