ছেলেটা মোর বখে গেছে-
নেশার ঘোরে ছোটে;
সিগারেট তার প্রিয় অনেক -
সর্বদা রয় ঠোঁটে।


আড্ডায় মাতে রাস্তার মোড়ে,
গার্লস কলেজের গেটে;
মেয়ে দেখলেই বাজাবে শিস,
পিছু হেটে হেটে।


ঘরবাড়ি তার ইন্টারনেটে,
সেলফি পাগল ছেলে;
গানের তালে ড্যান্স ক্লাবে-
রঙিন তরল গেলে।


হাতে পড়ে রুপোর চুড়ি-
রঙিন মাথার কেশ-
হঠাৎ দেখে মনে হবে-
বানরের ঐ দেশ।


বাবার আছে অনেক টাকা,
আছে দামী গাড়ী-
তবু পোশাক ছেঁড়া-ফাটা,
ফকিরের বেশধারী।


হাটুর কাছে প্যান্টটা ছেড়া পায়ের তলায় ঝোলে;
কষ্ট করে মোজা পড়া-
হয়না কভু ভুলে।


বাইক চালায় বায়ুর বেগে-
ডাইনে বাঁয়ে ঝুলে;
বুকটা তাহার ফুলিয়ে রাখে-
জামার বোতাম খুলে।


জাস্ট ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড তার-
পকেট টিসুর মতো;
বছর জুড়ে পালন করে-
দিবস আছে যতো।


ভ্যালেন্টাইন,হাগ ডে আছে,
কিস ডে নাকি আছে?
প্রপোজ, ট্যাডি,রোজ ডে পুরো- ফেব্রুয়ারী মাসে।


ফাদার'স ডে তে মোটা অঙ্ক আদায় করেই ছাড়ে;
মাদার'স ডে তে ছেলের মনে-
মাতৃভক্তি বাড়ে।


মাঝে মধ্যে থানা পুলিশ-
স্মরণ করে মোরে;
পুলিশ ভ্যানে সোনার ছেলে-
মাদকের চক্করে।


ধন্য পিতা হলাম বুঝি?
পুলিশ চেনে আমায়-
বড় ভাইয়ের বাবা হলাম,
ছেলেটার উছিলায়।


প্রাপ্তি এমন,কষ্ট কেমন,
কাম্য বাবার কি বা-
বুঝবে সেদিন বখাটেরা-
যেদিন হবে বাবা।