কাজ'টা করি গতর খাটাই
ভিজে রোদে জলে,
যায়না বোঝা কষ্ট মোদের
থেকে এসির তলে।


হৃদয়টাকে কোমল করে
গা টা দেখ ছুঁয়ে,
অহংকারী শিরটা তোমার
যাবেই তবে নুয়ে।


গরীব বলে আঘাত করো
যাচ্ছি শুধুই সয়ে,
আমার পদে নিজকে ভাবো
আঁতকে যাবে ভয়ে।


হলাম তোমার চোখের কাঁটা
করে হাজার সেবা,
মোদের ছাড়া ভেবে দেখো
দেশ চালাবে কে বা?


দেশের নেতা হবার মত
সামান্য নেই শখ,
তোমরা শুধু মানুষ হলেই
বঞ্চিত পায় হক।