যেই দেশেতে গ্রীষ্ম জুড়ে
রসালো সব ফল,
দেখতে পাবি বর্ষা জুড়ে
বাদল ঝরা জল।


শরৎ এলে আকাশ জুড়ে
শুভ্র মেঘের খেলা,
দেখতে পাবি জুঁই, কামিনী,
টগর ফুলের মেলা।


হেমন্তে তুই দেখতে পাবি
ফসল তোলার ঘোর,
শিশির ঝরা দূর্বাঘাসে
ঝিলিক লাগা ভোর।


পিঠাপুলির হিড়িক পড়া
শীতের প্রাতঃকাল;
দখিণ হাওয়ায় আসবে ধীরে-
রাজ-বসন্ত কাল।


বছর জুড়ে ছয়টি ঋতু
আসে আপন সাঁজে;
বিচিত্র সব ছন্দ-গানে
আপন সুরে বাঁজে।


আর পাবেনা জগৎ জুড়ে
এমন কোন দেশ;
যেই দেশেতে ছয় ঋতুতে
রূপের হয়না শেষ।