দয়াল যদি হয় গো সহায়,
থাকবোনা আর সুপ্ত;
গ্যালিলিও,আইন্সটাইন,
হবে আবার মুক্ত।


করবো ইতি অসমাপ্ত,
গড়বো বেহাল ধরা;
ধন্য হবে পদ ধূলায়
জীর্ণ বসুন্ধরা।


আকাশ বাতাস উঠবে গেয়ে,
আগমনী গান;
নিন্দুকেরা কেঁদে কেঁদে-  
চাইবে পরিত্রাণ।


স্বপ্ন পাব হাতের মুঠোয়,
মিলবে রবি শশী;
শুদ্ধ আলোর ঝলকানিতে
আঁধার যাবেই খসি।