ইলিশ ইলিশ রব উঠেছে
চায়ের দোকান জুড়ে,
তৃপ্তি ভরে খাব এবার
হাইব্রিড সব ছুড়ে।
কিনতে গিয়ে কলজে কাঁপে
মাথায় চাপে রাগ,
প্রতি কেজির মূল্য প্রায়
বেতনের দশভাগ।
বাসা-ভাড়া,অন্ন-কাপড়
আশি ভাগ নেয় কেঁড়ে,
স্বল্প দামের শাড়ি দেখে
বউটা কাশে ঝেড়ে।
শায়েস্তা খাঁ  বাঁচলো মরে
দেখলো না এই খেল,
দ্রব্যমূল্যের গতি দেখে
করতো যে হার্টফেল।
মন্ত্রী-যন্ত্রীর আশ্বাসে কি
ক্ষুৎপিপাসা থামে?
রাস্তাঘাটে ঢ্ল নেমেছে,
মূল্য হ্রাসের নামে।