এই ঈদ হোক অসহায়,দুঃখী,খেটে খাওয়া শ্রমিকের-
এই ঈদ হোক অনাহারী টোকাই,ঘরহীন পথিকের।।


ঈদ হয় যেন সংসারের ওই বড় ছেলের জন্য;
মাথার ঘাম পায়ে ফেলে যারা দুবেলা যোগায় অন্ন।।


এই ঈদ হোক দুর্ভাগা ওই নির্দোষ কয়েদির-
ঈদ হয় যেন ত্যাগের প্রতীক মা নামক দরদীর।।


ঈদ হয় যেন নির্বাক চাষির,গা পোড়ে যার খরায়;
ধানের মূল্য না পেয়ে যারা ধানেতে আগুন ধরায়।।


এই ঈদ হোক রাইফেল কাঁধে সৈনিক ছেলেটির-
রক্তের দামে হয়েছে যারা দুর্জয় মহাবীর।।


এই ঈদ হোক ঘুষকে না বলা পুলিশের পরিবারের-
অঢেল টাকায় কিনেনি যারা পণ্যাদি বাজারের।।


এই ঈদ হোক স্বল্প বেতনের ইমাম মুয়াজ্জিনের;
ভূরিভোজনে রত নয় যারা কাজ করে যারা দ্বীনের।।


এই ঈদ হোক প্রবাসে থাকা কলুর বলদ যারা
ছোট হয়ে নিজে বিশ্বের বুকে দেশটাকে করে খাড়া।


মুসলিম যত নিষ্পেষিত বিধর্মীদের কলে,
এ ঈদেই আসুক শান্তির খবর প্রভুর দয়ার বলে।।


শাসক যারা দেশের তরে আত্ম নিবেদিত প্রাণ-
ঈদ হোক তাঁদের নিরলস কাজে স্বস্তির স্লোগান।


ঈদ নয় শুধু আত্মকেন্দ্রিক উৎসবের এক নাম
পাপীরা শিখুক আমাদের দেখে ইসলামের কি দাম।