রক্তিম আভায় যখন ঘেরা
সন্ধ্যাকালীন পশ্চিমাকাশ;
মনের ভেতর দেয় যে দোলা
ঝিরিঝিরি স্নিগ্ধ বাতাস।


ছাদের কোণে ভাবুক মনে
ভাবি তোমায় কল্পনাতে,
তিথি আমার আসবে কবে?
দেখবো আকাশ তোমার সাথে।


তোমার সাথে চায়ের কাপে
গল্প হবে নিরবধি,
পরম সুখে বিলীন হবো
বুকে টেনে নাও গো যদি।


নীড়ের পাখি জোড়ায় জোড়ায়,
যাচ্ছে ফিরে আপন ঘরে
আমার মনে বেজায় ইচ্ছে,
ফিরতে তোমার হাতটি ধরে।


তোমায় ভেবে ঘুঁচবো কত
গোধূলির এই বিষন্নতা,
অপেক্ষায় দিন কাটবে কত
পূর্ণ করো এ শূন্যতা।