ইচ্ছে হলেই লিখতে তোমার;
লিখছো না কেন তা?
লিখো ভূতল গগন জুড়ে,
অমর কবিতা।


ইচ্ছে হলেই আঁকো ছবি,
মনের পাতা জুড়ে-
ফোটাও তাতেই হাজার কুসুম;
আসবে অলি উড়ে।


ইচ্ছে হলেই স্বপন দেখো-
আকাশ ছোঁয়ার মতো;
পড়বে ধরা রবি-শশী,
গ্রহ-তারা যত।


ইচ্ছে হলেই ভাবতে পারো,
নিজকে নাটের গুরু;
ইচ্ছে তোমার হবেই পূরণ-
করেই দেখো শুরু।


উৎসর্গঃ পরম শ্রদ্ধেয় কবি,আফরিনা নাজনীন মিলি দিদির প্রতি।।।