আমারে তুমি ব্যথা দাও যত,
আমি নই মোটে কাতর;
লভিবে তুমি কোমল পুষ্প,
ছুড়েও শক্ত পাথর।


কেড়ে নাও যদি অর্জিত রিজিক,
ক্ষমতা,বাহু-বলে;
তোমার রুজির সহায় হব,
জিঘাংসার বদলে।


ক্রুদ্ধ তুমি চড় দিয়ে গালে,
নাম দিবে ছোটলোক,
বলবো আমি বড় হও তুমি,
তোমারই মঙ্গল হোক।
  
কণ্টক ছড়ালে আমারি পথে
রুখতে আমার গতি;
মসৃণ করে তব পথ আমি
দিব যে অগ্রগতি।


অন্যায় অপবাদে সমাজে আমার
নত কর যদি শির,
ভূলে গিয়ে লোকের নিন্দার জ্বালা,
তোমাকেই সাজাবো বীর।


হয়তো আমি সয়ে যাব সব,
হাত পা বাধা বলে;
বোবা কান্নাই কেঁদে যাব শুধু
ভাসায়ে চোখের জলে।


আমি হয়তো ভূলে যাব সব,
মিশে গিয়ে মহাকালে;
মহাকাল তোমায় দেবে না মুক্তি,
আটকাবে তার জালে।


বিকৃত ইচ্ছে মিটাতে তুমি,
শুষেছ যত খুন;
তুলাযন্ত্রের ওজনে তোমার
শুষিবে শত গুন।


জুলুম ছেড়ে ভেবে দেখো তুমি
হে জালিম শয়তান;
নতুবা মিলিবে তোমার তরে
জুলুমের প্রতিদান।