প্রতি বছর বিদেশ থেকে,
অনেক পশুর আমদানি;
লইছে বেছে তাজাটাকে,
দিতেই হবে কোরবানি।


যেনতেন ব্যাপার না তো-
লক্ষ টাকার ঝাকুনি,
হারাম ঘুষের টাকা যতো;
যত পারে লয় টানি।


কাজের লোকের বেতন দিতে-
সব মাসেই টানাটানি;
চায়ের মুদির দোকান হতে,
শুনতে হয় রোজ বকুনি।


গরু কাটো,ঘরে আনো
ফ্রিজ পুরাও সবখানি;
পাশের বাড়ির খবর জানো?
ক্ষুৎপিপাসার গ্লানি।


মুষ্টিভিক্ষা দেয় না মোটে,
দিবে তবে ধমকানি;
হিংস্র কি গো? পশুই বটে;
চতুষ্পদীর মানহানি।


নরপশুরা যশের বশে-
পশুকে দেয় কোরবানি;
জালেম গুলো আলেম বেশে
নকল মেকির হাতছানি।


কেন যে এই ব্যর্থ সাধন-
নিতান্তই নাম ফুটানি;
অরণ্যে কেন করছো রোদন-
গোড়ায় গলদ পুন্যি?


পুণ্যি পেতে খোদার কাছে-
বাড়াও শূন্য হাতখানি;
নিয়্যত বলে প্রাপ্তি আছে,
শুনছো নবীর এই বাণী?


অক্ষমের আর কুরবানী কি?
চেষ্টা রাখো এইখানি-
তাকওয়া টা নয়তো মেকি,
তবেই দিবে কোরবানি।