মুসলমানের সীল লাগিয়ে
করছো নিখুঁত অভিনয়;
মুখের কথায় কখনো কি
শুকনো চিড়া সিক্ত হয়?


ধর্ম নিয়ে মাতামাতির
নাটক তুমি করছো বেশ;
ক্রান্তিলগ্নে এসে তুমি-
দেখালে ওই আলগা কেশ।


চাপার জোরে বলেছিলে,
মক্কা যাওয়ার বড়ই সাধ;
মৃত্যুভয়ে এক নিমেষে-
আকীদাতে করলে খাদ।


ঈমান তোমার মৃত্যু সাথী,
মৃত্যুভয়ে ছাড়লে তাই;
ছদ্মবেশী মুনাফিকের-
কোন কালেই শান্তি নাই।