মাটির মানুষ, মাটির বাড়ী,মাটির তৈরি ঘর;
মৃত্যুর পরে মাটিই হবে সবার জন্য কবর।
নানান রকম ফসল ফলাই আমরা মাটির বুকে;
তবুও সে বলেনা কিছু,রাখে কত সুখে।
মাটিরে তোর বুক চিরে কত বিটপী ওঠে,
তোর সীমা পাব বুঝি আটলান্টিকের তটে।
মাটিরে ভাই মাটি,পাসনা কি তুই ব্যথা?
তোরে আমি প্রশ্ন করি বলিসনা কেন কথা?
সারা বিশ্বে তোর অবস্থান, বিশ্বে তোরই গান;
তোর জন্য কাঁদে আমার কোমল মন-প্রান।
দেশের মাটি বলতে গিয়ে বেঁধেছিল লড়াই,
বাংলার মাটি ভালবাসি বঙ্গবাসী সবাই।
তোর জন্য জাতি কাঁদে কাঁদে সারা বিশ্ব;
মাটি তুই হাসতিস যদি হাসতোও যে নিঃস্ব।


                     (সমাপ্ত)