অহংকারের ঝলকানিতে
পা পড়েনা ভূঁইয়ে;
রূপোর খাটে রাখো চরণ,
সোনার খাটে শুয়ে।


অর্থ পেয়ে অন্ধ তুমি,
দেখাও টাকার গরম।
স্বার্থ -লাভে পশু হতে
করেনা লাজ শরম।


অতিক্রম করছো সীমা
সামূদ জাতির মতো,
বিবেকশূন্য পশু হয়ে
পাপ করেছো যতো।


জন্ম তোমার শুক্র হতে,
দম্ভ তবে কিসে?
মাটির দেহ মাটিতে ভাই,
যাইবে একদিন মিশে।


ঘুরে দাড়াও থাকতে সময়
পশুত্ব দাও মাটি;
এই দুনিয়া তোমার আমার-
কয়েক দিনের ঘাটি।