নীল বিষাদের আনাগোনা
আমার হৃদয় ঘেষে,
হয়না কেহ চলার সাথী
মন খারাপের দেশে।


পাথর চাপা ব্যথা বুকে
সর্বনাশী ধারায়
জয়োল্লাসে ছুটছে বেগে
স্নায়ুর শিরায় শিরায়।


একলা ঘরে সজল চোখে
ঊর্ধ্ব পানে দেখে,
অভিমানে,অভিযোগে
কাঁদছি থেকে থেকে।


ধৈর্যের নাকি সীমা থাকে,
মেওয়া তাতেই ফলে
প্রাপ্য তবে দিচ্ছে কেন
আমার চোখের জলে।


একটু খানি সুখের পরশ
বিদায় বেলার দাবি,
সুখের ঘরে ঝুলছে তালা;
মিলছে না তার চাবি।


মন থাকেনা প্রাণ কে ছাড়া
প্রাণ রয় একা তবে,
প্রাণ পালালে দেহ ছেড়ে
মন কিভাবে রবে?


থাকবে না তাই মনের ব্যথা,
আত্মহনন শেষে;
কষ্ট গুলো ফেলে গেলাম
মন খারাপের দেশে।