আজি চারিপাশে কেন আর্তনাদ?
তবু নেই'কো কোন প্রতিবাদ;
কেন এই অমানবিক নিপীড়ন-নির্যাতন?
শুধু আজ ইসলাম নেই বলে!
নেই আমার রাসুল(স)আর
ওমরও গেছেন চলে ।


কেন আজ এত অত্যাচার?
কেন আজ অশান্তি আর হাহাকার?
কেন আজ বুদ্ধির ঢেঁকি, দুর্বৃত্তের দলে?
শুধু আজ কুরআনের আলো আর সুন্নাহ নেই বলে!
সেজেছে সাধু,দেখাচ্ছে যাদু,
ছলে-বলে কৌশলে ।


কেন আজ দানবীরের নেই কোনো খোঁজ?
ক্ষুধায় অনাহারী হারায় প্রাণ রোজ-
শুধু আবুবকর আর উসমান নেই বলে!
ধনীর ধন বাড়ছে শুধু,
ছোটরা রইল তলে।


আজ কেন শুধু অন্তর্ঘাত?
ক্ষমতার তরে ঘাত-প্রতিঘাত-
শুধু খালিদ বিন ওয়ালিদ নেই বলে!
ক্ষমতার লোভে পুড়ছে মানুষ
পরস্পর রোষানলে ।


আজি কেনো মোরা বিবেক ছাড়া?
কেনোই বা মানব জ্ঞানহারা?
কেনোই বা আজ জুলফিকার দেখিনা-?
সত্যের বীর আলী নেই বলে!
নাস্তিক হচ্ছে জ্ঞানের সাগর,
মুসলিম যাচ্ছে তলে ।


কেন আজ মানুষ হারিয়েছে মান?
শোনেনা কেন কল্যাণের আহ্বান?
শুধু আজ হাবসি গোলাম বেলাল নেই বলে!
শান্তির আহ্বানে না দিয়ে সাড়া,
পাপের সিরাতে চলে।


কেনোই বা আজ বিশ্বমন্দা?
মিথ্যার সুপ্রভাত,সত্যের সন্ধ্যা?
মাথায় রাজমুকুট,জয়মাল্য
শান্তির পায়রারূপী শকুনের গলে!
ভাসিছে মুসলিম হতাশার সাগরে,
ভাসিছে কান্নার রোলে।


তবে কি রাসুল নিয়ে গেছেন আদর্শ?
কুরআন নয় কি সত্যের উৎস?


না!রেখে গেছেন তাঁর দেখানো পথ,
আমাদের জন্য ফেলে!
কুরআনের আলো আর রাসুলের সুন্নাহ,
সবার জন্য ঢেলে ।