লক্ষ্য তোমার অটুট রেখো,
নবীন তাজা প্রাণ;
সত্য রেখো বুকে ধরে,
কণ্ঠে ন্যায়ের গান।


ইতিহাসও জানতে হবে
লিখতে নতুন পাতা;
আপন ভেবো সকল মানুষ,
কাউকে বা বোন,ভ্রাতা।


জাতের বিচার তোমার কাছে,
শোভনীয় নয়;
সবার উপর মানুষ সত্য
জেনো সবসময়।


উঁচু-নীচু,পাহাড়ি পথ,
পাথর কিংবা কাদা;
পথে ঘাটে চলতে হলে,
আসবে অনেক বাধা।


তাই বলে কি রইবে থেমে,
কাপুরুষের ন্যায়?
বীরের মত জীবন কর-
বীরের মত ব্যয়।