এখন জাতির ক্রান্তিলগ্ন
তবু মানুষ স্বার্থমগ্ন
অধিক লাভের লোভে;
যাদের আছে অনেক টাকা
সবই আছে মজুদ রাখা
রোগ কি তাদের ছোবে?


পরিষ্কারক নাই বাজারে
সবাই কি তা কিনতে পারে?
ভুগছে দিনমজুর;
যাদের ছিল নগদ কড়ি
কিনে কিনে বস্তা ভরি
বাজায় নীতির সুর।


নেত্রী মন্ত্রীর দোষ কি বলো?
সঠিক পথে সবাই চলো
ভাবো দেশের কথা;
নিজের কথাই ভেবে গেলে
তেলের মাথায় তেলটা ঢেলে
পাপ করো অযথা।


সবারই তো ইচ্ছে করে
থাকতে বেঁচে ধরার পরে
জনম জনম ধরে;
মনে রেখো স্বার্থবাদী-
তুমি আসল অপরাধী
সব অশান্তির তরে।