মনে পড়ে সেদিন গুলো,
যার স্মৃতিতে পড়ছে ধূলো;
সোনালি সেই সুখের দিন।
মনের পাতায় সেসব স্মৃতি,
সোনালি সেই মধুর তিথি;
আজো আছে অমলিন।


কেমনে ভুলি ছোট্ট বেলা,
কানামাছি বৌছি খেলা;
বিকেল বেলার সেই উঠোন।
সাঝের বেলা মায়ের ডাকে,
জ্বেলে মাটির প্রদীপটাকে;
সান্ধ্য পাঠের গৃহকোণ।


বাবার সাথে হাটে যাওয়া,
সোম পাপড়ি,মিঠাই খাওয়া;
খেলনা কেনার বায়না;
আরো কতো অমর সময়,
লিখে ওসব প্রকাশ কি হয়?
বোঝানো তাই যায় না।


মনের ঘরে বারেবারে,
স্মৃতির আলো উঁকি মারে;
বাড়ায় বুকের জ্বালা।
আবার পেলে অমন লগন,
রাখতাম বেধে করে যতন;
রাখতাম গেঁথে মালা।