মানুষ মানেই ফেরেশতা নয়,
করতেই পারে ভুল,
তাই বলে কি দিন রজনী
গুনবো তার মাশুল?


ভুলে করেছেন রাজা বাদশাহ,
জ্ঞানী গুনী কত,
ভুল করেছেন নবী বিনে-
মানুষ আছে যত।


আমি তো এক ক্ষুদ্র অধম,
কি ভুল ছিলো আমার,
যার কারণে বরণ করি,
কষ্টের কারাগার।


বেঁচে থাকার শক্তি তুমি,
তুমি পরম ধন,
তুমিহীনা প্রাণ পাখি তাই,
রোজ করে ক্রন্দন।


স্বপ্ন ছিলো তোমার আমার
একটা সোনামুখ
খোদার সে দান তোমার কাছে;
আমি ভাসাই বুক।


শুনতে বড় ইচ্ছে জাগে,
লাবিব সোনার কথা,
তাকে নিয়ে সারাবেলা
চিন্তা অযথা।


কবে তুমি ভাঙবে তোমার
অভিমান আর রাগ?
প্রেমের ফুলে হাসবে সেদিন-
আমার মনের বাগ।


আর কতদিন সইবো আমি?
একা থাকার স্বাদ;
তুমিহীনা স্বপ্নগুলো
করছে আর্তনাদ।


তুমি আমার সুখের চাবি-
অক্সিজেনের মতো;
কাছে ডেকে প্রাণ টা বাঁচাও
আর কাদাবে কতো?


তুমি আমার রঙিন লাটাই,
আমি তোমার ঘুড়ি,
এবার সুতো টেনে ধরো,
ওগো,প্রাণের বুড়ি?