পড়ার জন্য তাগিদ করে,
পড়তে ভালো লাগেনা;
মন ছুটে যায় খেলার মাঠে,
পড়ায় যে মন বসেনা।


সকালে বলে,ঘুম থেকে উঠ,
ঘুম যে কতো মজাদার!
সবাই যদি বুঝতো এটা-
বলতো,ঘুমাও আরেকবার ।


স্কুলে রোজ যাওয়ার পথে
পা যে আমার এগোয়না;
একবার যদি বুঝতো সবাই
পড়তে ভালো লাগেনা ।


মাঝে-মাঝে মনটা বলে,
স্কুলে যাবো না আর;
ভয় করিনা তবুও ভয়,
আম্মুর হাতে খাবো মার।


আম্মু বলে,আব্বু বলে
পড়তে কেন বসো না?
কেমন করে বলবো আমি,
পড়তে ভালো লাগেনা ।



উৎসর্গঃআদরের ছোট বোন, জাকিয়া সুলতানাকে