প্রেমটা কারো জীবনেতে অমাবস্যার চাঁদ;
প্রেমটা কারো জীবন পথে ভয়ঙ্কর এক ফাঁদ।
প্রেমটা কারো জোৎস্না রাতে পূর্ণ চাঁদের আলো;
প্রেমটা কারো দিন দুপুরে রাতের আঁধার কালো।
প্রেম যে হলো কিশোর ছেলের পেঁকে যাওয়ার টনিক;
মিসের প্রেমে কল্পনাতে হাওয়ায় ভাসায় ক্ষনিক।
প্রেমটা কভু হাবা ছেলের সর্বনাশের মূল,
অন্ধপ্রেমে ডুবে গিয়ে বরন করে শূল।


প্রেম হাজারো মেধাবীকে ঝরায় বৃন্ত হতে-
এসএসসিতে অনার্স করে,বেরোয় কোন মতে।
প্রেম কখনো মধ্যবিত্তের স্বপ্ন ভঙের কারন;
প্রেম কখনো দুঃসাহসী মাড়ায় কুলের বারন।
প্রেম কখনো সুদর্শনের ছেলের হাতের মোয়া,
প্রেম কখনো আপন করায় সিগারেটের ধোঁয়া।
প্রেম টা কারো বাল্যকালের ঝকঝকে এক স্মৃতি
প্রেম কখনো গাইতে শেখায় প্রেম-বিরহের গীতি।
প্রেম কখনো বন্ধু থেকে অন্যরকম প্রণয়;
প্রেম মানেনা কে বা গরীব কে বা ধনীর তনয়।
প্রেম কখনো প্রতিশোধের ছকে আঁকা গেম;
প্রেম কখনো তিক্ত অতি-কভু কারু হেম।
অবৈধ প্রেম অহরহ সংসারে দেয় মই,
প্রেম কখনো বোবার মুখে ফোটায় কথার খই।
কেউবা বলে প্রেমে মরন,প্রেম রাবণের চিতা,
ভেঙে যাওয়া প্রেমকে বলে নরকের এক মিতা।
আবার বলে প্রেমটা নাকি-স্বর্গ থেকে নামে;
যায়না পাওয়া এমন রতন অর্থ-কড়ির দামে।
নয়াদিল্লির লাড্ডু নাকি প্রেমের মত ভবে;
খাও বা না খাও উভয় ক্ষেত্রে এক সমান পস্তাবে।
যে যাই বলুক প্রেমকে নিয়ে কি আর যায় বা আসে;
প্রেমের নদী বয়ে চলুক বাধাহীন  উল্লাসে।