বেড়ে যায় যদি,অহমিকা তোর,বড় মনে হয় নিজেকে ;
আজীমপুরের কবরগুলোকে,কল্পনা করো বিবেকে।


দেহ বল তোর,বেড়ে গিয়ে যদি,রুগ্ন কে দেয় আঘাত;
একদিন একা হাসপাতাল যা ঘুচে যাবে সব তফাৎ।


নতুন কাপড় দিচ্ছেনা বলে অভিমান হবে  যখন
পথশিশু যেথা অনাহারে মরে,সে পথে  করিস ভ্রমণ।


বিলাসের বাড়ি নেই বলে যদি,আফসোস লাগে ভীষণ;
বস্তিতে থাকা মানুষের কাছে-জ্বেলে নে সুখের কিরণ।


সন্তান যদি ব্যথা দেয় মনে,হয়ে যায় যদি অবাধ্য;
বৃদ্ধাশ্রম ঘুরে দুঃখ ভুলিস সাধন হবে যে অসাধ্য।


জেনে নিস তুই,প্রকৃতির বাণী কখনো হয়না মিথ্যে;


সময়ের সাথে সময়ের জ্ঞান-এনে দিবে সুখ চিত্তে।