একটু ভাবিস নিরিবিলি
স্বেচ্ছাচারী পাগল  মন;
আলেয়ার ওই আলো দেখে
চলবি পথ আর কতক্ষণ?


ধৈর্য নিয়ে অপেক্ষা কর,
উঠবে রবি একটু পর,
গভীর রাতে চাঁদের আলো-
পথ দেখাবে রাত্রি ভর।


রাতের পরে দিনের আলো
মুছবে গভীর অন্ধকার;
মেঘে যদি সূর্য লুকায়
খুলবি ঘরের বন্ধ দ্বার।


দুঃখ যদি আগলে ধরে
চলতে গেলে সুখের পথ,
মনে রাখিস অতিশীঘ্র
আসবে উড়ে মুক্তি রথ।


স্রষ্টা তোরে কান্না দিলে,
হাসি দিবে মুখে তোর;
দেখবি সেদিন কৃতজ্ঞতায়
কেটে যাবে দুখের ঘোর।


তাহলে আর চিন্তা কিসের
কিসের এত হতাশা?
ভরসা রাখ খোদার উপর-
দেখতে পাবি পূর্বাশা।