দিন যায়,মাস যায়-
চলে যায় কত বছর ;
কত নতুন নতুন মানুষ আসে জীবনে;
কেউ আবার হারিয়ে যায়-
কারো কারো অস্তিত্ব বালির বাঁধের মতো।
তবু কিছু অতীত মুহূর্ত শক্তির নিত্যতার মাপকাঠি;
যার বিনাশ নাই অথচ প্রেক্ষাপট সাপেক্ষে  রঙিন হয়।
সে রং কখনো ঠিক নীল-
পূর্ণাঙ্গ-যুবতী আকাশের ন্যায়;
যার তৃপ্তি হয়তো আস্বাদন করেছে-শীতের ঐ শান্ত সাগর।
কখনো আবার বিষাদের নীলের দৌরাত্ম্য চলে তুমুল,
শিরা-উপশিরায় যার শোষণের রাজত্ব।
কখনো ভয়ঙ্কর কালো;
বৈশাখের পিলে চমকানো উত্তর আকাশের রং-
অকস্মাৎ লণ্ডভণ্ড করে-
বহু মেহনতের ফসল।
তছনছ করে সাজানো সংসারের সুখ।
সুদক্ষ চিত্র শিল্পীর স্বতন্ত্র সৃষ্টি ন্যায়- রংধনুর সিলেবাসের বাইরেও নাম না জানা অনেক রং আছে;
সব রঙের নাম হয়না হয়তো।
হ্যামিলনের বাঁশিওয়ালার সুরের মতো এ রং।
রঙের ঘোরে কোথায় যেন হারিয়ে যায় আমার অস্তিত্ব।
রঙের সাথে কৃষ্ণলীলা চলে এ হৃদয়ের।
জানি যতদিন এ দেহের শিরায় রক্তের সঞ্চালন হবে,দুচোখে থাকবে আলো, ততদিন চলবে এই রঙের খেলা।
নিদ্রার ঘোরেও যে রঙ আমায় ভর করে,
চিরনিদ্রায়ও কি আমায় ছাড়বে সে?