শিখতে তোমার হবেই জেনো-
যতদিন এই মর্ত্যে;
শিক্ষা লাভের তাগিদ মিলে,
তাঁহার মহাগ্রন্থে।


হাঁটতে শিখো জীবন পথে,
পদ করে লও শক্ত;
সোজা পথও নয় তো সোজা,
থাকতে পারে গর্ত।


কুরআন-কিতাব যাহাই ঘাটো,
পথ পাওয়া নয় সস্তা;
নকল,জালি হাদিস এসে-
ভুলিয়ে দেবে রাস্তা।


জানতে হবে,ভাবতে হবে,
ধ্যান কর রজনীর;
আসল গুরুর দীক্ষা পেলে
রণে হবে মহাবীর।


শিখতে গেলে হয়তো পথে
হাজার কাঁটা বিধবে;
পণ করে নাও আত্ম-মনে,
তুমিই শেষে জিতবে।


এই দুনিয়ার সবাই গুরু,
তুমি শুধু অধীয়ান;
গুরু হলেই নয়তো সেরা,
বিদ্যাভ্যাসীই গরীয়ান।

শিখতে হলে মনের শায়ক-
মারো আসল কেন্দ্রে;
কেন্দ্র তোমায় পথ দেখাবে
যেতে সকল রন্ধ্রে।


বেশভূষা নয় মূলে কিছুর-
আসল হল অন্তঃ
সাধন ভজন যাহাই করো,
ঠিক রেখো সব শর্ত।


জীবন মিহির ডুবতে গিয়ে-
হবে দ্বিগুণ তপ্ত;
ছড়াবে তোর সুপ্ত আলো,
কৃশানু যা রপ্ত।


জ্বলবে কাঁয়া হাসবে ভূগোল;
কাঁদবে যত ভক্ত;
মসির কালি করবে প্রণাম-
হেরি তব রক্ত।