স্বপ্নরা আজ ছুটি পেয়ে
আছে ভীষণ সুখে
বেজায় কষ্টে বন্দী ছিলো
কপালপোড়ার বুকে।


আলো ছাড়া বৃক্ষ যেমন
ফ্যাকাশে রঙ ধরে
পাথরচাপা কষ্ট সয়ে
স্বপ্নরা যায় ঝরে।


স্বপ্নগুলো হয়নি পূরণ
কি হয়েছে তাতে
বেঁচে থাকুক স্বপ্ন হাজার
তুচ্ছ নুন আর ভাতে।


অভাব যখন দোরগোড়াতে
আহাজারি করে
কাব্য গুলো কান্না হয়ে
বাদল ধারায় ঝরে।


কখনো বা অগ্নি রূপে
জ্বালায় ভিতর বাহির
চোখের জলেই নিভলে আগুন
হয় কি কভু জাহির?


মরে,পুড়ে ভস্ম হবো
ভাসবো অক্ষি জলে
স্বপ্নগুলো ছুটি দিলাম
অমর রাখবো বলে।