সূয্যি মামা উঠলো এবার,
হয়ে রক্তলাল;
পাখিরা যেন বলছে ডেকে,
হয়েছে সকাল ।
সকাল হলো, জাগলো সবাই,
গাইলো পাখি গান;
অনেক আগেই হয়ে গেছে,
মসজিদে আযান ।
চাষীরা সব লাঙল কাঁধে,
চলছে মাঠের পানে;
ধরেছে হাল,কাটছে সকাল,
আনন্দ আর গানে।
পল্লীবধূ কলসি কাঁখে,
নদীর পানে চলে;
জননী যে পড়ছে কোরান,
জাল ফেলছে জেলে।
এমনি করে শুরু হলো,
সারাদিনের কাজ;
সকালটাতে করছে সবাই,
কাজের জন্য সাজ।