জীবন নিয়ে অনেক কথা
অনেক প্রশ্ন,জবাব;
জীবন কভু হয়না পূর্ণ
একের পর এক অভাব।


কারো জীবন বিষাক্ত হয়
অর্থাভাবের দরুন;
কারো আছে অঢেল টাকা
জীবন টা খুব করুন।


কারো আছে পাহাড়সম
স্বপ্ন দেখার আঁখি;
সারা জীবন স্বপ্ন বুনে
ফলাফল তার ফাঁকি।


কেউবা কাঙাল ভালবাসার
কেউবা খোঁজে দেহ;
সব পেয়েও তৃপ্ত মানুষ
হয়েছে কি কেহ?


কেউবা আবার প্রিয় হারা
জীবন কাটায় শোকে;
জীবন প্রদীপ নিভে যদি
শান্তি আসে বুকে।


জীবন হলো সরল অঙ্ক
ফলাফল তার শুন্য;
অজান্তেই তার সমাধান হয়
মাঝখানে পাপ-পুণ্য।