অকুল দইরায় পড়ছি মা'বুদ
পাইনা খুঁজে কুল কিনার;
তোমার কাছে হাত তুলেছি
আলো দেখাও কূল চিনার।


চোখের জলে ভাসতে ভাসতে
ডাকছি তোমায় নিশিদিন;
দয়া করো দয়ার সাগর
তোমার দয়া সীমাহীন।


দুঃখের দিনে সবাই পালায়
কতিপয় দেয় সান্ত্বনা;
কেউবা হাসে অট্টহাসি
দিচ্ছে কত লাঞ্চনা।


আমি ক্রমেই যাচ্ছি সয়ে
করছি ক্ষমা বারংবার;
দেয়ালে পিঠ ঠেকলে পরে
তোমার কাছে দেই বিচার।


আমি কারো হক মারিনি
পাকা ধানে দেইনি মই;
মানুষ হয়ে বাঁচতে দিও
সাতে-পাঁচে আমি নই।


তুমি আমার পালনকর্তা
রক্ষাকর্তা কে তবে?
সাহায্য ও তুমি বিনে
চাইনা আমি এই ভবে।


রহমতের দৃষ্টি দিয়ে
দেখো পাপী বান্দারে;
আলোকিত,সুপথ দেখাও
যাচ্ছি ডুবে আন্ধারে।


তোমার দেয়া প্রতিশ্রুতি
"কষ্ট শেষে স্বস্তি হয়"
আমাকেও স্বস্তি দিও-
ওগো,পরম দয়াময়।