স্বাধীন দেশ, স্বাধীন বাতাস,
ভাষা মোদের স্বাধীন;
বলতে পারো এর জন্য,
যুদ্ধ করেছি ক'দিন?
একদিনে দানা বাঁধেনি
যুদ্ধের এ কাহিনী;
শোষণ করেছে বৃটিশ-বেনিয়া,
পশ্চিমা পাকিস্তানী।।
বায়ান্ন -তে ভাষা নেবে বলে
জিন্নাহ দেয় ভাষণ,
প্রতিবাদ মিছিলের সেদিনটাতে
কত জীবনের পতন।।
সেদিন মোরা ভাষা পেলেও
পাইনি অধিকার;
একাত্তররের মার্চে আবার
যুদ্ধের স্বীকার।।
ত্রিশ লক্ষ প্রাণ নিয়েও
ক্ষান্ত হয়নি তারা;
কত বাঙালীকে পঙু করেছে'
কত শত বাস্তুহারা।।
কবিতার হাতে অস্ত্র তুলেছি,
সব দিয়ে জলাঞ্জলি ;
জানোয়ারের রক্ত ক্ষরন করেছি,
অজস্র দিয়েছি বলি।।
নয়টি মাসের যুদ্ধ শেষে,
এ দেশ হল স্বাধীন;
মহান বিজয়ের ষোলই ডিসেম্বর
গৌরবের সেই দিন।।