আজ স্বপ্নহীন আমি হাটছি নিরুদ্দেশে,
আজ ক্লান্ত আমি চলছি কায়ক্লেশে;
আমি নই সেই বেলতলার ন্যাড়া,
তাই আজও যাই তোমায় ভালবেসে।


আমি ছুটেছিনু এক মরীচিকার পিছে,
যার ছিলনা কোন বাস্তবতা;
আজ এটাই হচ্ছে আমার অনুমেয়,
বিশ্বাস করাই ছিল বাতুলতা।


স্বপ্ন রানী হয়ে একদিন এসেছিলে,
বসেছিলে মনের সিংহাসনে;
আজ নিঃস্ব আমি,রিক্ত আমি,
শুধু কষ্টের বিরাজ ব্যথিত মনে।


জানি তুমি আজ বিবেক ছাড়া-
আমাকেও আর বুঝবে না,
আমিও পাল্টাবো তোমার মতই,
এমন তোমাকে খুঁজবে না।


তবু যে মনে পড়ে যায়-
ঝড় উঠে হৃদয় মাঝে,
বর্ষণের ইতি ঘটে তবু ঝড় থামে না,
মেঘের গর্জন তখনও বাজে।


বলো তুমি কি স্বপ্ন রাক্ষসী?
কেন স্বপ্ন ভাঙো,ভুলে যাও অতীতকে?
তবুও ভালোবাসি তোমায় আজও,
সামলাতে পারিনি নিজেকে।


তোমার জন্য নেই কোনো ক্ষোভ,
নেই কোন অভিশাপ;
তুমি সুখী হবে কিনা ভাবছি-
যদি মন ভাঙ্গা হয় পাপ।


তোমার অমঙ্গল চাইনা আমি,
ভালো থেকো এটাই চির ভাবনা;
তুমি সুখে থাকো,স্বপ্ন সাজাও,
এটাই শেষ কামনা।


আমি আজ মুক্ত পথিক,
হাঁটবো নিরুদ্দেশে;
ক্লান্ত হবো,হাঁটবো আবার,
খুঁজবো পথের শেষে।


নেইকো কেহ রুখতে পারে-
আমার চলার গতি;
আমি থেমে যাব না,
স্মরিব তোমার স্মৃতি।


তুমি হয়তো ভুলে গেছ সব,
আমাকে গেছো ভুলে;
দেখি তবু তোমার ছবি,
মনের বাতায়ন খুলে।


আমি চলছি হেঁটে নিরুদ্দেশে,
আর তো ফিরে আসব না;
পরজনমে ভুল করেও-
কাউকে ভালোবাসবো না।


কারণ ভালোবাসা মানে স্বপ্ন ভাঙা,
দুঃখ বিনে কিছুইনা;
ভালোবাসা মানে ব্যাথার সাগর,
পাহাড় সম যন্ত্রনা।