একটি রানা ভাগ্যক্রমে
গড়লো জীবনটাকে,
কত ছেলে টোকাই নামে
স্টেশনে থাকে।


নাগরিকের জন্য কত
সুশীল সমাজ আছে।
টোকাই নামের মানুষ গুলোর
কেউ থাকেনা কাছে।


রোহিঙ্গারা ইস্যু হলো
স্বদেশ-বিদেশ জুড়ে;
টোকাইরা সব ভীন গ্রহের-
আসছে যেন উড়ে।


মানুষ হয়ে জন্মে তারা
পায়না পরিচয়,
আমরা সকল নাটের গুরু,
ভাবতে ঘেন্না হয়।


আর কতকাল এমন করে
চলবে অবিচার?
তারও আছে মানুষ হয়ে
বাঁচার অধিকার।