হেলায় হেলায় কাটিয়াছে দিন,থাকিয়া গভীর ঘুমে;
বিশ্রী সুখের বৃষ্টি চাহিয়াছি,ভিজিতে শীতল খুমে।


হয়তো বাদল ঝরিয়াছে কভূ,হয়তো তপ্ত রোদ;
আত্ম সুখের সন্ধানে তবু,বিলুপ্ত ছিল বোধ।


ফুরিয়েছে দিন,আসিয়াছে নিশি,হাসিয়াছে কভূ চাঁদ;
গাহিয়াছি গান,মদ্যপ সুরে,মিটাতে তিক্ত স্বাদ।


সকালের আলো আসিয়াছে ঘরে,খুলিনি তবুও আঁখি;
অবেলার ঘুমে খুঁজিয়াছি সুখ,ছাড়িয়া সুখের পাখি।


এই অবেলায় বোধদয়ে আর সামান্য লাভ  নাই;
যেদিন গিয়াছে সেদিনের তরে অযথা কাঁদিয়া যাই।


মনে পড়ে সেই কবিতার বাণী;শুনিতেছি কান পাতি;
আশু গৃহে নাকি দেখিবো না আর,নিশীথে প্রদীপ ভাতি।