অবশেষে ফিরেছি।
ক্লান্ত, দীর্ঘ্য পথ পেরিয়ে
তোমার কাছে।
মলিন মুখ, বিবর্ণ চোঁখে।


দেখেছি আগের মতোই
আছো তুমি,
শুধু বদলেছে তোমার ঠিকানা।
অনাহুত পথিক হয়ে
অনেক পথ ঘুরে
এসে পরেছি আমি তোমার বাটে।


বিরক্ত করলাম তোমায়
বরং, চলে যাই,
যেতে হবে বহুদূর।
শুধু মনে রেখো,
যে পথেই থাকি আমি
আমার এই মন
পরবাসী তোমার কাছে।