সেদিন শহরে জ্যোৎস্না ছিলো।
তুষারের মতো নরম মেঘ
আর আলোর মায়ায় জোনাক পোকার লুকোচুরি।
তবু নিয়নের নিচে বসা একবিন্দু জীবন
প্রহর গুনেছিলো,
ভেবেছিলো স্বপ্ন দেখবে।
অতঃপর চাঁদ যায় পশ্চিমে
জোনাকি খুঁজে পায় নীড়,
আকন্ঠ জ্যোৎস্না গিলে
জীবন ডুবে মরে রুপালী জলে।