আজো এই শহরে জ্যোৎস্না আসে
মানুষের ভিড়ে স্বপ্ন আসে,
নাগেশ্বরের ঝির ঝির পাতায়
রাতের হিমেল বাতাস আসে।


আসে ব্রহ্মপুত্রের জলে রূপালী ঢেউ
আজো এইখানে কেও কেও,
ভালোবাসাকে ভালোবেসে ফিরে
সহস্র মিথ্যা, মৃত্যু, ঘৃনার চেয়েও।


আজো এই শহরে পাখিরা গান গায়
ধর্ষিতার অসহায় চিৎকার ঢেকে যায়,
লাশ কাটা শহরের হিমঘরে
প্রাণহীন দেহ কোমল স্পর্শ পায়।


এই মৃত্যুর শহরে আজো ফুল ফোটে
আঁধার কেটে ভোরের সুর্য্য ঊঠে,
কোন এক ছন্নছাড়া জীবন খুঁজে যায়
নতুন অঙ্কুর দেখে, পাথুরে পথে ঘাটে।