শেষ যেদিন দুঃখ নদীতে ডুবে মরেছিল,
তুমি তাকে দাফন করেছিলে আমার বুকে।
আর আমি এপিটাফে লিখে ফেলি নির্বাকে,
দুঃখ তোমার ওজন কত??