ঠিক করেছি ভেবেচিন্তে এবার হব সন্যাসী,
ইট,পাথর এর শহর ছেড়ে হব এবার বনবাসী।।


চোখ দুটো মোর নিভে গেছে চারিদিকের কালোয়,
কোনভাবেই পারছিনা যে ফিরতে আমি আলোয়।।


আশে পাশের সব কিছু যে লাগছে আমার বিরক্ত,
মানুষ গুলোর মনটা দেখ কত যে শক্ত।।


মিথ্যে কথায় কানটা আমার হচ্ছে ঝালাপালা,
রক্তে রক্তে বাড়ছে আমার অবসাদ এর জ্বালা।।


নষ্ট হচ্ছে আমার সপ্ন দেখতে কষ্ট হয়,
তার চেয়ে কি বনে থাকা ভাল বেপার নয়??
তাই ভাবছি ঋষি হব থাকব এবার বনে,
দিন কাটবে বনে ঘুরে কিংবা বসে ধ্যানে।।
লোভ,লালসা,ইচ্ছা আশা,
প্রেমিকা,বন্ধু,ভালবাসা।


সব ছেড়ে আমি বনে যাব
মনের শান্তি চাই,
অশান্তিরর এর দুনিয়াটা ছাড়তে যে আমি চাই।।।