পথের বাকেঁ বাঁকে লাশের বহর
নিরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে গোটা নগরী
যেন গত রাতে হায়নার দল
খুবলে খেয়েছে জনতার কন্ঠসর।


চারিদিকে হাহাকার, চিৎকার, আর্তনাদ
সব গেছে থেমে ভোর রাতের পূর্বে
এখন কুকুর আর শকুনের রাজত্ব
হায়নাদের খিদে গেছে মিটে।


রাজারবাগ, জগন্নাথ হল,মিরপুর, মতিঝিলে
ধিক ধিক করে জ্বলছে আগুন
সব ধোয়াচ্ছন্ন, অন্ধকার
নিভে গেছে লক্ষ প্রান
পুরো নগরীর দেহ জুড়ে
স্বাধীনতা কেন চাই, তারই প্রমান।