বসন্তের রঙ কি ?
লাল নীল নাকি কালো
তুমি বললে বসন্তের আবার রঙ হয় নাকি
আমি বললাম হয়
প্রথমে রক্ত লাল, তারপর কষ্ট নীল, সর্বশেষে আঁধার কালো ।


তুমি বললে বসন্ত দিগন্ত লাল নয় কেন
কেন নয় গোলাপ অথবা শিমুলের লাল
কেন নয় কৃষ্ণচূড়ার মত
বসন্ত কি করে রক্তার্ত লাল হয়
বসন্ত তো রংধনুর মত
দিগন্তের আলো ছায়ার খেলা
হঠাৎ বৃষ্টির এক পরম মেলা।

আমি বললাম না বসন্তের রঙ রক্ত লাল
সাময়িকের রংধনু শুধু আশা বাড়ায়
কিছু ফুল এসে তাতে শুধু দোলা দেয়
তারপর হারায় বিশুদ্ধতা
আরপর মলিন হয় তার মুগ্ধতা
এরপর রক্তার্ত হৃদয়য়ে আঘাতের ছবি আঁকা
বসন্তের রক্তার্ত লাল হওয়া ।

বুঝলাম এবার বল বসন্ত কি করে
কষ্ট নীল হয় , নীল কণ্ঠহার নয় কেন
বসন্ত তো বহমান নদীর মত
বসন্ত কি করে কষ্ট নীল হয়।

আমি বললাম কষ্টের ছবি যখন
হৃদয়ের আকাশ স্থির হয়
নীল বেদনায় চোখকে উৎকণ্ঠিত রাখে
উতপ্ত হৃদয় ঝড়ের বাঁকে মিশে
তখন হৃদয়ের নীল কষ্ট হারিয়ে যায় ।


বুঝলাম এবার বল বসন্ত কি করে
আঁধার কালো হয়
বসন্ত তো আলোর উচ্ছ্বাস
এক আকাশ সূর্য
সাদা বকের মত তাহার অবকাশ
দিগন্ত জোড়া তাহার বিশ্বাস
সর্বদাই তাহাতে নিদ্রা যায়
সকল অন্ধকার ছায়ার মিথ্যা আকাশ।

আমি বললাম যখন
সকল বিশ্বাস ধুলোয় উড়ে
মিথ্যা ধারালো ছুরির মত
গলায় আটকে থাকে
নিঃশ্বাস নিতে যখন কষ্ট হয়
চরাবালিতে পা আটকে যায়
তখন চোখ কালো বিবর্ণতে হারায়
বসন্ত তখন আঁধার কালো হয়।