কেউ কখনো প্রেমে পড়েছ?
ভালোবেসেছ?
দেখবে, হঠাত মনে হবে পৃথিবীর সমস্ত মানবতা ভর করেছে নিজের ভেতরে,
যেন তোমার চাইতে মানুষের দুঃখ আর কেউ ভালো বোঝে না!
মনে হবে সবার ভালো থাকার দায়িত্ব তোমার উপরে ন্যস্ত!
অসভ্য বাতাসের কবল থেকে উড়ে যাওয়া ফুলের রেণুর সঠিক পরাগায়নের দায়িত্বও যেন তোমার!


মনে হবে, তোমার চাইতে ভালো কেউ ভালোবাসতে জানে না,
তোমার মত হৃদয়ের বিশালতা আর নেই কারও।
মনে হবে পৃথিবীর সমস্ত সত্তা, সব কিছুতে যেন তোমারই অস্তিত্ব!
অপার্থিব যত প্রেম সব যেন একমাত্র পার্থিব তুমিই বোঝ!


কখনো কবিতা লিখে দেখেছ!
ভালোবাসার কবিতা!  
পেরেছ লিখতে?
মনে হবে যেন সব শব্দ তোমার জানা- ভাব অভাব সব বুঝতে পারছ,
কেবল কবিতাটা'ই লিখতে পারছ না।
কবিতা তোমার দুঃখ ঘুচিয়ে দেবে না,
ভ্যাপসা গরমে শরীরে ঠাণ্ডা জলের ফোয়ারা বইয়ে দেবে না।
ভালোবাসা দেবে হয়ত, ভালো থাকতে দেবে না।


(২২শে এপ্রিল ২০১৯)