রাজপথে মিছিল দেখলে আমাদের মনে প্রেম জাগে-
মনে হয় যেন এই তো আর একটু পরেই জীবনের মানেটা খুঁজে পাব;
কিশোরদের ইস্পাত-সম হাতে হাত মেলানোর ঝংকার শুনলে আমরা থমকে যাই-
যতদূর চোখ যায় তারও দূরে চোখ মেলে শুধু তরুণ প্রাণ দেখতে চাই;
আমাদের রক্তের চাপ বেড়ে যায়।


যেভাবে আমরা বেঁচেবর্তে টিকে ছিলাম এই পৃথিবীতে -
কিংবা আমাদের কৌশলগত-ভাবে অথর্ব বানিয়ে রাখা হয়েছিল,
আমাদের যাদের গায়ের চামড়া একটু ঢিলে হয়ে গিয়েছিল;
তরুণ কিশোরদের গিলে হয়ে যাওয়া ইউনিফর্মে ছোপ ছোপ রক্তের দাগ দেখে,
আমরা আবার যেন ফিরে ফিরে যাই আমাদের পূর্বপুরুষের কাছে।


আমাদের ইতিহাস আমাদের অজানা নয়;
ইতিহাস ফিরে ফিরে আসে বারংবার-
আমাদের ইতিহাস সংঘাতের নয়-
আমাদের রক্তে হানাহানি নেই-
নিজেদের দুমড়ে-মুচড়ে পরিশুদ্ধ হবার প্রেরণা আছে;
ভাঙচুর আছে।
সবচেয়ে বড় কথা,
রাজপথে জনস্রোত দেখলে আমাদের হৃদস্পন্দন খুঁজে পাই-
খুঁজে পাই-
আমাদের দেহমনেও প্রেম আছে।