কাঠগড়ায় দাঁড়ানো আমার দিকে আঙ্গুল তুলবেন না,
কথার তুবড়ি ছুটিয়ে
মুখের ফেনায় আমাকে ভিজিয়ে
অশ্লীল অশ্রাব্য অকথ্য কথা বলে -
কিছুতেই আমাকে দোষী করা যাবে না।
আমি সন্ধ্যার মত পবিত্র, সকালের মত শুদ্ধ
আমি নির্দোষ !
আমি জানি আমি বেকসুর খালাস ।


আমার কণ্ঠ নিষ্কণ্টক ;
একটার পর একটা ঢোক গিলে ভারী করেছি গলা-
তবেই তোমরা শুনতে পাও দারাজ আমার কণ্ঠস্বর !


আমার কেবল একটাই পাপ;
জন্মেছিলাম নিজের অজান্তেই
জন্মেই দেখি ফিরে যাওয়ার নেই পথ-
রুদ্ধ হয়েছে জননীর জরায়ু
সেই থেকে বেড়েই যাচ্ছে আয়ু ।


মাই লর্ড !
আমি নির্দোষ বেকসুর খালাস !
আমি ভালোবেসেছি- ওরা আমাকে বাসে নি
আমি ক্ষুধায় থেকেছি - কান্না করিনি
অন্ধকারে হেঁটেছি- আঁধারে আলো জ্বেলেছি;
জীবনের মত জঞ্জাল বয়ে বেড়াচ্ছি আজীবন
বেঁচে থাকা ও জীবনের দায় বেড়ে যাচ্ছে চক্রবৃদ্ধিহারে।
ঋণে ঋণে আমি হয়েছি লাগামহীন ঋণ-খেলাপি;
আমার মস্তক মগজ সদা নিচু, সদা ভারী
একবার তো উচ্চ হোক শির
মরে গিয়ে অমর হই !


আমি নির্দোষ !
মৃত্যুর আগে জেনে যাও সবাই
আমি জানি আমি বেকসুর খালাস !