সূর্যের মৃদু রশ্মি যেন অদ্ভুত অদৃশ্য উত্তাল লহরী
শিশির শীর্ষে ঝিলমিল বর্নালী আভা থামিয়ে দিচ্ছে স্পন্দন
ধলপ্রহরের প্রত্যেকটি প্রহর যেন হাজার রাতের অপেক্ষা
কাঙ্খিত একটি ঊষার জন্য কত অব্যর্থ আয়োজন!


শবনম, একা একলা কোথায় ছিলে এতগুলো রাত?
কি দুর্বিষহ অপেক্ষায় নিভেছে একেকটি শুকতারা
সুখের খুব কাছে এসেও কোথায় গিয়েছ উবে;
কার সাথে খেলছ এ ঐকান্তিক হিমশীতল খেলা ?


নৈঃশব্দ্যের যবনিকা পতনের পর এলে তুমি,
কতগুলো রাত পরে এলে তুমি ক্ষণিকা নীহার !
বুকে নিয়ে সহস্র শব্দ তুমি এলে যেন শব্দহীনতায়;
কত প্রত্যাশা প্রতীক্ষার পর নিশ্চুপ নিঝুম
ঘড়ি ঘড়ি অপেক্ষার পর তাও তো তুমি এলে প্রভাত!