প্রতি বারই দুঃখ গুলো,
রংধনু র মত বদলে যায়।
ধীরে ধীরে কেমন যেন
মহামারী র মত হয়ে উঠে।
বোকা মনটাকে ক্ষত বিক্ষত করে ফেলে!
চোখের রং হীন জলে,
ভাসতে হয় বারংবার প্রতিক্ষণে।
বুকের পাঁজরের হাড় টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।
ভিন্ন কোনো ব্যথার ছলে।
বাক রুদ্ধ  হয়ে কান্নায় ঢলে পরি,
বেদনার রংধনু র নতুন রঙ্গে।
হাসি মুখ টা দুঃখের দাবা নলে বন্দী হয়ে পরে।
হাসতে ভুলে গেছি আজ,
বেঁচে আছি মিথ্যে সুখের আসে।
ভাঙ্গা মনটা আর কবে জোড়া নিবে?
প্রণয় হীন জীবন অপূর্ণ রয়ে যাবে।।