আমায় সঙ্গে নিবি মা বল!
পথিক বলে গালি দিবি নাতো,
                হিংস্র মানবের দল-
চলছি আমি ভিন্ন সাজে,
ডেকে আমায় নেয়নি কোলে,
                দুঃখ লোকাই কেমন করে বল?


আমি যে ছোট্ট শিশু,
অন্ন খুঁজি সবার পিছু।
                একটু খানি খাবার দিবি বল?


আমার যে খোদার জালা,
খেতে পাই না প্রতি বেলা-
ঘুম যে আমার বৃক্ষ তলে,
ইটের বালিশ মাথায় দিয়ে।


                  তোরা তো কোটি পতি,
                  গাড়ি বাড়ি আরো কত কী?
আমার বেলায় খুচরা টাকার বাহানা,
                  কেন করিস বল?


আমিতো গাড়ি চাই না, বাড়ি চাই না,
মোটা অঙ্কের টাকাও চাইনা,
একটু ভালোবাসা কেন দিবি না বল?