তুমি যখন আমাকে দুঃখ দিতে ভুলে যাও,
আমি তখন কবিতা লিখতে ভুলে যাই।
তোমার দেওয়া প্রতিটি দুঃখ যেন,
আমার এক- একটি কবিতা।
         তোমার দুঃখের ধরন,
         আর আমার কবিতার রং-
         যেন একই সূত্রে গাঁথা।
         তোমার দেয়া দুঃখ গুলো,
         আমার শব্দ ভাণ্ডারে রাখা।
ভুল করে হলেও ফিরে এসে,
আবার দুঃখ দিয়ে যেও।
তুমি হীনা যে আমার,
আপন কোনো দুঃখ নাই।
          তাই তুমি হারিয়ে গেলে,
          আমি যে কবিতা হারায়।